রংপুরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু স্টাফ রিপোর্টারঃ
রংপুরে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। রংপুর নগরীর শেষ প্রান্তে হাজিরহাট এলাকায় তিন দিনব্যাপী ইজতেমার শুরুতে ধর্মপ্রাণ মুসলিমরা অংশ নেন।
আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ভোর থেকেই ফজরের নামাজের পর আম বয়ান শুরু করে তাবলিগ জামাতের আলেমগণ। এদিকে রংপুর অঞ্চলের এ ইজতেমাকে ঘিরে পুরো এলাকা ও এর আশপাশের এলাকাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবীরা নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছেন বলে জানান হাজিরহাট মেট্রোপলিটন পুলিশ।